NOVOAIR announced 15% Discount at NOVOAIR DTM 2019

NOVOAIR Press Release
Dhaka, 18th March 2019

NOVOAIR, the leading private airline of the country, announced 15% discount to all destination on the occasion of “NOVOAIR Dhaka Travel Mart-2019”. Valued passengers can enjoy the offer by enrolling Frequent Flyers program “SMILES” form NOVOAIR pavilion.

Three days international tourism fair ‘NOVOAIR Dhaka Travel Mart-019’ will commence from Thursday at the Pan Pacific Sonargaon Hotel, from 10am to 8pm every day.

The SMILES members can enjoy this offer when purchasing tickets from NOVOAIR pavilion during the fair. NOVOAIR Also offering attractive Holiday Package for Cox’s Bazar and Kolkata which includes Air Fare and Hotel, airport pick-drop, Breakfast and Many More.

Currently, NOVOAIR operates highest number of daily flights from Dhaka to Chattogram, Cox’s Bazar, Jashore, Sylhet, Saidpur, Barishal, Rajshahi and Kolkata with six ATR 72-500 aircraft.

 For Details Please Contact:

NOVOAIR Dhaka Travel Mart-2019”, Pavilion 1 or 13603

উড্ডয়ন নিরাপত্তা উন্নয়নে মিডিয়ার ভুমিকা

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা: ২৯ জানুয়ারী ২০১৯

উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি মিডিয়ার ভুমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নভোএয়ার “ রোল অফ মিডিয়া, প্রমোটিং এয়ারলাইন সেফটি” শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে নভোএয়ার এর পরিচালক জনাব হাসিবুর রশিদসহ নভোএয়ার এর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকগন আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান এবং সেফটি বিষয়ে বিভিন্ন দিক আলোকপাত করেন নভোএয়ার এর চিফ অফ সেফটি ক্যাপ্টেন আশফাক-উর-রহমান খাঁন।

জনাব মফিজুর রহমান উপস্থিত সকলকে বলেন যে তাদের বস্তুনিষ্ট ও নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টের মাধ্যমে উড্ডয়ন নিরাপত্তার উন্নয়নে অনন্য ভুমিকা রাখতে পারে। বিমানবন্দরগুলোর অবকাঠামো চিত্র, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, যুগোপযোগী নিয়ম কানুন তৈরিসহ বিভিন্ন বিষয়ে সংবাদ প্রচারের মাধ্যমে যাত্রী সচেতনতা বৃদ্ধিতেও গণমাধ্যমের ভুমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, নভোএয়ার যাত্রার শুরু থেকেই সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে এরই মধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। আগামীতেও উড্ডয়ন নিরাপত্তা ও যাত্রী সেবা বৃদ্ধিকল্পে নভোএয়ার এর অগ্রনী ভুমিকা অব্যাহত থাকবে।নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার এর তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com

Role of media promoting flight safety

NOVOAIR Press Release
Dhaka: 29 January 2019

Media can play a significant role to promote the flight safety in the aviation sector of Bangladesh, opined by the Managing Director of NOVOAIR limited Mr. Mofizur Rahman.

A round table discussion held on Tuesday in a prominent hotel of the capital with the title “Role of Media, Promoting Airline Safety”. Meeting had a spontaneous participation by learned journalists and media personal from all spheres.

The title topic was presented by Managing Director of NOVOAIR Limited. Captain Ashfaq Ur Rahman, Chief of Safety of NOVOAIR Limited also presented some important safety aspects at the program.

Mr. Mofizur Rahman mentioned that media can play a unique role in enhancing aviation safety by publishing realistic news. Media’s role is inevitable in increasing public awareness for areas like- airport infrastructure, air traffic management and formulating updated rules and regulation.

He also said that NOVOAIR has always given priority to its customers’ safety, security, comfort and on time departure. By ensuring Safety and on time service, NOVOAIR has earned trust and satisfaction of its passenger and become the Airline of choice in Bangladesh.

Currently, NOVOAIR operates daily flights from Dhaka to Chattogram, Cox’s Bazar, Jashore, Sylhet, Saidpur, Barishal, Rajshahi and Kolkata with six ATR 72-500 aircraft.

For NOVOAIR Details please call 13603 or visit www.flynovoair.com

বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় নভোএয়ার

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২১ জানুয়ারী ২০১৯

দেশের একমাত্র বেসরকারি সংস্থা হিসাবে বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় স্থান পেয়েছে নভোএয়ার। ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি রেটিং এজেন্সী এয়ারলাইন রেটিং ডট কমের তথ্য অনুসারে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করায় নভোএয়ার তিন তারকা রেটিং পেয়েছে।

বিশ্বের ৪০৫টি বিমান সংস্থার তথ্য ১২টি মানদন্ড ব্যবহারের মাধ্যমে বিশ্লেষন করে এই রেটিং প্রদান করে প্রতিষ্ঠানটি। নভোএয়ার ইউরোপিয়ান ইউনিয়ন ও ফেডারেল এভিয়েশন অথরিটির অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র বেসরকারি বিমান সংস্থা।

নভোএয়ার যাত্রার শুরু থেকেই সব সময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে এরই মধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে।

নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার এর তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com

NOVOAIR listed as Safe Airline in the World

NOVOAIR Press Release
Dhaka, 21 January 2019

NOVOAIR, only private airlines from Bangladesh has been included in the World’s safe airlines list. According to the International Aviation Safety Rating Agency Airline Ratings dot com (https://www.airlineratings.com/airline-ratings/?l=N), NOVOAIR received three star ratings for ensuring passengers’ safe travel.

The rating agency prepared the safety ratings following data analysis of 405 airlines authorities’ with 12 categories.

Mentionable that NOVOAIR is also the only private sector airlines from Bangladesh which have both European safety agency-EASA and Federal Aviation Authority (FAA) of USA endorsement.

NOVOAIR has always given priority to its customers’ safety, security, comfort and on time departure. By ensuring Safety and on time service, NOVOAIR has earned trust and satisfaction of its passenger and become the Airline of choice in Bangladesh.

Currently, NOVOAIR operates daily flights from Dhaka to Chattogram, Cox’s Bazar, Jashore, Sylhet, Saidpur, Barishal, Rajshahi and Kolkata with six ATR 72-500 aircraft.

For NOVOAIR Details please call 13603 or visit www.flynovoair.com

নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২০ জানুয়ারী ২০১৯

চট্টগ্রামের শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন গলফ ও কাউন্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও বিএএফ জহুরুল হক ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং- এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, বিএসপি, বিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায় শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে ৪টি বিভাগে প্রায় ১৯৩ গলফার অংশ নেন। টুর্নামেন্টের বিজয়ী হিসেবে ক্যাপ্টেন মনজুরুল হোসেন খান, ফ্লাইট লেফটেন্যান্ট আর এম সালমান আলী, জনাব আনোয়ার সাজ্জাদ লিপন, লেডিস উইনার হিসেবে জনাবা মিসেস ফেরদৌসী সালেহ এবং জুনিয়র উইনার হিসেবে জনাব মাহিবা মাহাসিন উদ্দিন পুরস্কার গ্রহন করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাবসহ অন্যান্য গলফ ক্লাব ও নভোএয়ার এর উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই দেশের ক্রীড়ান্নোয়নে গলফ ছাড়াও ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহ অন্যান্য খেলাধূলার উন্নয়নে কাজ করে আসছে। সূচনা লগ্ন থেকেই নভোএয়ার বিভিন্ন গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে।

নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com