নভোএয়ারে এটিআর উড়োজাহাজের উদ্বোধন – দৈনিক ইত্তেফাক

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর বিমান বহরে যুক্ত হয়েছে ৬৮টি আসন বিশিষ্ট তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স রুমে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
একইসাথে নভোএয়ার এর সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভোএয়ার এর বহরে উড়োজাহাজ সংখ্যা ছয় এ উন্নীত হয়েছে।
নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ৬৮টি আসন বিশিষ্ট এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর রুটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এছাড়া  ১লা এপ্রিল থেকে রাজশাহী রুটে সোম, বুধ ও শুক্রবারে প্রতিদিন একটি ফ্লাইট ও ২রা এপ্রিল থেকে বরিশাল রুটে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার  প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর ফলে অভ্যন্তরীণ রুটের সাতটি গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।
তিনি আরও বলেন, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালের সম্মানিত যাত্রীরা ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকায়। এর ফলে দেশের পর্যটন শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসারেও সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।  এছাড়াও আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি। শিগগিরই কলকাতা, গৌহাটি ও কাঠমুন্ডুতে ফ্লাইট পরিচালনা শুরু করবে নভোএয়ার।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য নিযুক্তপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উর্ধ্বতন কর্মকর্তা, ইবিএল ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও নভোএয়ার এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Novoair adds three new aircraft to fleet – Daily Star

Rashed Khan Menon, civil aviation and tourism minister, cuts a cake to mark the launch of three new aircraft of private airline Novoair at a programme at Hazrat Shahjalal International Airport in Dhaka on Tuesday. Novoair

Private airline Novoair has added three new ATR 72-500 aircraft to its fleet as part of its plan to reach more domestic and international destinations.

Civil Aviation and Tourism Minister Rashed Khan Menon inaugurated the three 68-seater aircraft at a ceremony at Hazrat Shahjalal International Airport in the capital on Tuesday.

Novoair’s Managing Director Mofizur Rahman said the carrier now operates domestic flights from Dhaka to Chittagong, Cox’s Bazar, Jessore, Sylhet and Saidpur along with three weekly flights to Yangon of Myanmar.

The airline will begin three weekly flights to Rajshahi from April 1 and four weekly flights to Barisal from April 2, he said.

“With this, Novoair will cover all seven domestic destinations,” Rahman said at the ceremony.

“Very soon, regional destinations such as Guwahati, Kolkata and Kathmandu will come under Novoair’s network.”

Passengers from Chittagong, Jessore, Cox’s Bazar, Sylhet, Rajshahi and Barisal can now travel across the country through connecting flights at Tk 6,000, Novoair said in a statement.

News Link: http://www.thedailystar.net/business/novoair-adds-three-new-aircraft-fleet-1198615

দেশি এয়ারলাইনসগুলোও পাবে হ্যাঙ্গার সুবিধা – কালের কন্ঠ

দেশীয় এয়ারলাইনসগুলোকে হ্যাঙ্গার সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, দেশীয় এয়ারলাইনসগুলো বারবার হ্যাঙ্গার সুবিধা বাড়ানোর কথা বলেছে। এ জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মন্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে নভোএয়ার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্বের বিভিন্ন দেশে প্রাইভেট এয়ারলাইনসের জন্য বিমানবন্দরে আলাদা টার্মিনাল সুবিধা থাকলেও দেশের বেসরকারি এয়ারলাইনসগুলো রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য হ্যাঙ্গার সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত। প্রত্যেকটি এয়ারলাইনসের নিয়মিত মেইনটেন্যান্স চেকআপ, সি-চেক, ডি-চেক, এ-চেকসহ নানা ধরনের চেক করার স্বার্থে এ সুবিধার দাবি জানিয়ে আসছিল বেসরকারি এয়ারলাইনসগুলো।

রাশেদ খান মেনন বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদি তারা রাজনৈতিকভাবে এ নিষেধাজ্ঞা আরোপ না করে থাকে তবে আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই এ নিষেধাজ্ঞা উঠে যাবে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রেডলাইন।’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বলেন, বিনিয়োগ ও নিরাপত্তাই এয়ারলাইনস ব্যবসায় সফলতার চাবিকাঠি। যেকোনো এয়ারলাইনসকে বিনিয়োগ করার সময় অবশ্যই নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী প্রমুখ।

News Link: http://www.kalerkantho.com/print-edition/industry-business/2016/03/23/339168

হ্যাঙ্গার সুবিধা পাবে দেশীয় এয়ারলাইনস – বনিক বার্তা

দেশীয় এয়ারলাইনসগুলোকে হ্যাঙ্গার সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, আমাদের দেশীয় এয়ারলাইনসগুলো বারবার হ্যাঙ্গার সুবিধা বৃদ্ধির কথা বলছে। এজন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে বেসরকারি এয়ারলাইনস সংস্থা নভোএয়ারের নতুন তিনটি উড়োজাহাজ উদ্বোধনের পর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদি তারা রাজনৈতিকভাবে এ নিষেধাজ্ঞা আরোপ না করে থাকে, তাহলে আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই এ নিষেধাজ্ঞা উঠে যাবে। গতকাল থেকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রেডলাইন।

ব্রিটিশ প্রতিষ্ঠানকে কাজ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের কাজ যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেডকে দেয়ার ক্ষেত্রে পুরোপুরি আইন অনুসরণ করা হয়েছে।

‘পিপিআরের ৬৮ বিধিতে বলা আছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আমরা সরাসরি ক্রয় করতে পারি। আমরা সেই ৬৮ বিধি অনুসরণ করেছি। এ ক্ষেত্রে পুরোপুরি আইন অনুসরণ করা হয়েছে। তাই এখানে কোনো দরপত্রের বিষয় আসে যায় না।’

জানা গেছে, নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে ৬৮ আসনবিশিষ্ট তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। গতকাল আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে নভোএয়ারের সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভোএয়ারের বহরে উড়োজাহাজ সংখ্যা ছয়টিতে উন্নীত হলো।

এ প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নতুন উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এছাড়া ১ এপ্রিল থেকে রাজশাহী রুটে সোম, বুধ ও শুক্রবারে প্রতিদিন একটি ফ্লাইট ও ২ এপ্রিল থেকে বরিশাল রুটে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করা হবে। ফলে অভ্যন্তরীণ রুটের সাতটি গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি।

তিনি বলেন, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালের সম্মানিত যাত্রীরা ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন মাত্র ৬ হাজার টাকায়। ফলে দেশের পর্যটন শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও সহায়তা করবে।

উল্লেখ্য, বর্তমানে অভ্যন্তরীণের পাশাপাশি আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। শিগগিরই কলকাতা, গোয়াহাটি ও কাঠমান্ডুতে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান সংস্থাটি।

News Link: http://www.bonikbarta.com/2016-03-23/news/details/70299.html