দেশি এয়ারলাইনসগুলোও পাবে হ্যাঙ্গার সুবিধা – কালের কন্ঠ

দেশীয় এয়ারলাইনসগুলোকে হ্যাঙ্গার সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, দেশীয় এয়ারলাইনসগুলো বারবার হ্যাঙ্গার সুবিধা বাড়ানোর কথা বলেছে। এ জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মন্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে নভোএয়ার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্বের বিভিন্ন দেশে প্রাইভেট এয়ারলাইনসের জন্য বিমানবন্দরে আলাদা টার্মিনাল সুবিধা থাকলেও দেশের বেসরকারি এয়ারলাইনসগুলো রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য হ্যাঙ্গার সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত। প্রত্যেকটি এয়ারলাইনসের নিয়মিত মেইনটেন্যান্স চেকআপ, সি-চেক, ডি-চেক, এ-চেকসহ নানা ধরনের চেক করার স্বার্থে এ সুবিধার দাবি জানিয়ে আসছিল বেসরকারি এয়ারলাইনসগুলো।

রাশেদ খান মেনন বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদি তারা রাজনৈতিকভাবে এ নিষেধাজ্ঞা আরোপ না করে থাকে তবে আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই এ নিষেধাজ্ঞা উঠে যাবে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রেডলাইন।’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বলেন, বিনিয়োগ ও নিরাপত্তাই এয়ারলাইনস ব্যবসায় সফলতার চাবিকাঠি। যেকোনো এয়ারলাইনসকে বিনিয়োগ করার সময় অবশ্যই নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী প্রমুখ।

News Link: http://www.kalerkantho.com/print-edition/industry-business/2016/03/23/339168

হ্যাঙ্গার সুবিধা পাবে দেশীয় এয়ারলাইনস – বনিক বার্তা

দেশীয় এয়ারলাইনসগুলোকে হ্যাঙ্গার সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, আমাদের দেশীয় এয়ারলাইনসগুলো বারবার হ্যাঙ্গার সুবিধা বৃদ্ধির কথা বলছে। এজন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে বেসরকারি এয়ারলাইনস সংস্থা নভোএয়ারের নতুন তিনটি উড়োজাহাজ উদ্বোধনের পর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদি তারা রাজনৈতিকভাবে এ নিষেধাজ্ঞা আরোপ না করে থাকে, তাহলে আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই এ নিষেধাজ্ঞা উঠে যাবে। গতকাল থেকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রেডলাইন।

ব্রিটিশ প্রতিষ্ঠানকে কাজ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের কাজ যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেডকে দেয়ার ক্ষেত্রে পুরোপুরি আইন অনুসরণ করা হয়েছে।

‘পিপিআরের ৬৮ বিধিতে বলা আছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আমরা সরাসরি ক্রয় করতে পারি। আমরা সেই ৬৮ বিধি অনুসরণ করেছি। এ ক্ষেত্রে পুরোপুরি আইন অনুসরণ করা হয়েছে। তাই এখানে কোনো দরপত্রের বিষয় আসে যায় না।’

জানা গেছে, নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে ৬৮ আসনবিশিষ্ট তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। গতকাল আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে নভোএয়ারের সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভোএয়ারের বহরে উড়োজাহাজ সংখ্যা ছয়টিতে উন্নীত হলো।

এ প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নতুন উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এছাড়া ১ এপ্রিল থেকে রাজশাহী রুটে সোম, বুধ ও শুক্রবারে প্রতিদিন একটি ফ্লাইট ও ২ এপ্রিল থেকে বরিশাল রুটে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করা হবে। ফলে অভ্যন্তরীণ রুটের সাতটি গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি।

তিনি বলেন, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালের সম্মানিত যাত্রীরা ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন মাত্র ৬ হাজার টাকায়। ফলে দেশের পর্যটন শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও সহায়তা করবে।

উল্লেখ্য, বর্তমানে অভ্যন্তরীণের পাশাপাশি আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। শিগগিরই কলকাতা, গোয়াহাটি ও কাঠমান্ডুতে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান সংস্থাটি।

News Link: http://www.bonikbarta.com/2016-03-23/news/details/70299.html

নভোএয়ারে নতুন উড়োজাহাজ, অভ্যন্তরীণ ৩ রুটে ফ্লাইট শুরু – বিডিনিউজ

বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার’র অভ্যন্তরীণ তিনটি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে; একই সঙ্গে তাদের বিমান বহরে যুক্ত হয়েছে ৬৮ আসন বিশিষ্ট তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ।

মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এখন থেকে ঢাকা থেকে সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহীর অভ্যন্তরীণ এই তিনটি রুটে চলবে নভো এয়ারের ফ্লাইট।

নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভোএয়ার এর বহরে উড়োজাহাজ সংখ্যা ছয় এ উন্নীত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান এম সানাউল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এহসানুল গনি চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ঢাকা-ইয়াঙ্গুন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থা নভোএয়ার।

News Link: http://bangla.bdnews24.com/business/article1124189.bdnews

নভোএয়ারে যুক্ত হলো ৬৮ আসনের তিনটি এটিআর উড়োজাহাজ – বাংলাদেশ প্রতিদিন

দেশের প্রিমিয়াম ও সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে ৬৮ আসনবিশিষ্ট তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স রুমে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। একই সঙ্গে নভোএয়ারের সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভোএয়ারের বহরে উড়োজাহাজ সংখ্যা ৬-এ উন্নীত হয়েছে। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য নিযুক্তিপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ৬৮টি আসনবিশিষ্ট এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এ ছাড়া ১ এপ্রিল থেকে রাজশাহী রুটে সোম, বুধ ও শুক্রবারে প্রতিদিন একটি ফ্লাইট ও ২ এপ্রিল থেকে বরিশাল রুটে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর ফলে অভ্যন্তরীণ রুটের সাতটি গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

News Link: http://www.bd-pratidin.com/news/2016/03/23/134318

‘বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে চাপে আছি’ : বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – বাংলানিউজ

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুতে চাপের মুখে থাকার কথা স্বীকার করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাশেদ খান মেনন।

এ সময় মন্ত্রী বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে চাপের মুখে আছি। তবে এ সমস্যা নিরসনে যতো শিগগিরই সম্ভব ব্যবস্থা নিয়েছি। আশা করছি তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হবে।

তিনি অারও বলেন, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদি তারা রাজনৈতিকভাবে এ নিষেধাজ্ঞা আরোপ না করে থাকে তবে আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই এ নিষেধাজ্ঞা উঠে যাবে। আজ থেকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান রেডলাইন।

এ সময় শাহজালাল বিমানবন্দরে বেসরকারি এয়ারলাইন্সগুলোর হ্যাঙ্গার সুবিধা বৃদ্ধির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে রাশেদ খান মেনন বলেন, আমাদের এয়ারলাইন্সগুলো বারবার হ্যাঙ্গার সুবিধা বৃদ্ধির কথা বলেছে। বেবিচকের নতুন চেয়ারম্যানের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে হ্যাঙ্গার সুবিধা বৃদ্ধি করা হয়। এক সময় বারবার বলা হতো অভ্যন্তরীণ ক্ষেত্রে ফ্লাইট পরিচালনা লাভজনক নয়। আমি দায়িত্ব পাওয়ার পরপরই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করার বিষয়ে জোর দিয়েছি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বলেন, বিনিয়োগ ও নিরাপত্তাই এয়ারলাইন্স ব্যবসায়ের সফলতার চাবিকাঠি। যে কোনো এয়ারলাইন্সকে বিনিয়োগ করার সময় অবশ্যই নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

News Link: http://www.banglanews24.com/fullnews/bn/476089.html

CAA to facilitate hanger for private airlines – BSS

DHAKA, Mar 22, 2016 (BSS)- Civil Aviation Minister Rashed Khan Menon today said the government will facilitate hangers for the aircrafts of country’s private airlines.

“In the new plan, adequate space was allocated to set up hangers for the private airlines. I have already given directives to the Civil Aviation Authority to start work in this regard,” he said.

Menon said the government is willing to provide space for hangers as these are essential for the airlines to maintain highest level of compliance regarding flight safety.

The minister was speaking at the inaugural ceremony of inclusion of three new ATR aircraft and lunching of three new domestic destinations of Novoair at Hazrat Shahjalal International Airport (HSIA) here.

The minister said the government would like to see the private airlines are expanding their international routes.”We have a captive market here. The foreign airlines are taking the fruits of this market,” he added.

Menon said his ministry is also considering reduction of landing fees and surcharges for the private airlines so that they can strengthen their position in the aviation business.

Noting many private airlines had suspended their operations after few years of inception, the minister urged the entrepreneurs to enter the aviation business conducting proper feasibility study.

Newly appointed chairman of Civil Aviation Authority,Bangladesh (CAA,B) Air Vice-Marshal Ehsanul Ghani Chowdhury, outgoing chairman M Sanaul Huq and Managing Director of Novoair Mofizur Rahman also spoke on the occasion.

Recently Novoair purchased three 68-seat ATR 72-500 aircraft and put them into operation of twice daily flights on Dhaka-Saidpur-Dhaka route and going to start three flights a week on Dhaka-Rajshahi-Dhaka route from April 1 and four weekly flights on Dhaka-Barishal-Dhaka routes.

“With the new destination, Novoair has now covered all seven domestic destinations,” said Mofizaur.

The Novoair chief said passengers of Chittagong, Jessore, Cox’s Bazar, Sylhet, Rajshahi and Barishal can now travel across the country by connecting flights touching Dhaka with only Taka 6000. “This will benefit tourism and contribute in expansion of business,” he said.

Novoair also operates three weekly flights to Yangon, Maynmar, and plans to lunch flights to Guwahati and Kolkata of India and Kathmandu of Nepal.

News Link: http://bssnews.net/newsDetails.php?cat=0&id=562516&date=2016-03-22