নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ৫ জুন ২০১৮
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনটি রুটে বিশেষ মূল্য ছাড় ঘোষনা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
সম্মানিত যাত্রীরা ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত যশোর-ঢাকা, সৈয়দপুর-ঢাকা ও রাজশাহী-ঢাকা রুটে ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন মাত্র ২০১৮ টাকায়। এছাড়া ১৭ জুন থেকে ২০ জুন পর্যন্ত ঢাকা-যশোর , ঢাকা- সৈয়দপুর ও ঢাকা-রাজশাহী রুটে ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন মাত্র ২০১৮ টাকায়।
ঈদের ছুটিতে সম্মানিত যাত্রীদের স্বাচ্ছন্দময় ও নিরাপদ ভ্রমণের চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার ১২ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন অতিরিক্ত ২টি করে ফ্লাইট পরিচালনা করবে।
এছাড়া ঈদ উপলক্ষে নভোএয়ার অ্যাপের মাধ্যমে টিকেট ক্রয় করলে সকল টিকেটের মূল্যে ১০% ছাড়ের ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি। যা ২০১৮ টাকার টিকেট মূল্যেও প্রযোজ্য হবে। অফারটি পেতে সম্মানিত যাত্রীদের নভোএয়ার এর মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে NOVOAIRAPP লিখে টিকেট ক্রয় করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com