নভোএয়ার প্রফেশনাল গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ৭ নভেম্বর ২০১৮

মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে নভোএয়ার প্রফেশনাল কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুর্মিটোলা গলফ ক্লাবের সহ-সভাপতি মেজর জেনারেল মো: এনায়েত উল্লাহ, বিএসপি, এনডিইউ, পিএসসি। নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এই টুর্নামেন্টের আয়োজন করে।

চার দিনব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ নাজিম । দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মা: এস এইচ সোহেল এবং জামাল হোসেন মোল্লা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান, বিপিজিএ এর প্রেসিডেন্ট জনাব আসিফ ইব্রাহিম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ), কুর্মিটোলা গলফ ক্লাব ও বিপিজিএ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে অনুষ্ঠিত চার রাউন্ডের এই টুর্নামেন্টে ২২টি বিভাগে বিভক্ত হয়ে মোট ৮৮ জন গলফার অংশ নিয়েছেন। এর মধ্যে ৭৭ জন প্রফেশনাল ও ১১ জন অ্যামেচার গলফার অংশ নিয়েছেন।

নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই দেশের ক্রীড়ান্নোয়নে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহ অন্যান্য খেলাধূলায়ও পৃষ্ঠপোষকতা করে আসছে। সেই ধারাবাহিকতায় এই প্রফেশনাল গলফ টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে নভোএয়ার। এর আগেও নভোএয়ার বিভিন্ন প্রফেশনাল গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে।

নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com

Prize giving ceremony of NOVOAIR Professional Cup golf tournament

NOVOAIR Press Release
Dhaka, 7th November 2018

“NOVOAIR Professional Cup Golf Tournament- 2018” held at Kurmitola golf club and concluded on 7th November through prize giving ceremony to the professional golfers. Vice President of Kurmitola Golf Club, Maj General Md Enayet Ullah, BSP,ndu,psc handed over the prizes to the winners of the tournament. With the patronage of NOVOAIR, Bangladesh Professional Golfers Association-BPGA organized the four-day tournament.

Mr. Md. Nazim has been the champion in this four-day tournament.

Mr. Md. S. H. Sohel and Mr. Zamal Hossain Mollah respectively scored 2nd and 3rd position respectively.

Managing Director, NOVOAIR Mr. Mofizur Rahman, President of BPGA

Mr. Asif Ibrahim, Secretary General Brigadier General GM Kamrul Islam, SPP (Retd), Kurmitola Golf Club & BPGA and other eminent personalities were present in the concluding event.

About 88 golfers participated in this tournament in 22 different groups at Kurmitola golf club. 77 professional and 11 amateur golfers also participated in this event.

NOVOAIR has been patronizing Cricket, Football, Volleyball, Hockey etc games besides social activities. NOVOAIR will continue to patronize  such events in future also for development of games and sports in the country.

For NOVOAIR Details please call 13603 or visit www.flynovoair.com

৪টি রুটে নভোএয়ার এর ফ্লাইট বৃদ্ধি

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২৪ অক্টোবর ২০১৮

যাত্রী চাহিদার কারণে ৪টি রুটে ফ্লাইট বৃদ্ধি করছে শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ২৮ অক্টোবর থেকে কলকাতা রুটে প্রতিদিন ২টি, কক্সবাজার রুটে ৫টি, সিলেট রুটে ২টি ও বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন কলকাতায় ১টি, কক্সবাজারে ৪টি, সিলেটে ১টি ও বরিশাল রুটে সপ্তাহে ৪টি করে ফ্লাইট করছে।

এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনি¤œ ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা, যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা এবং কলকাতায় (দ্বিমুখী) ৯৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে।

এছাড়া ভ্রমণ পিপাসুদের জন্য কলকাতা ও কক্সবাজার ভ্রমণের জন্য নভোএয়ার এর রয়েছে দুই রাত তিন দিনের আকর্ষনীয় ভ্রমণ প্যাকেজ।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com

NOVOAIR increases flights to four routes

NOVOAIR Press Release
Dhaka, 24 October 2018

NOVOAIR, leading private airline of the country is increasing flights to four routes in response to increasing passengers demand. Daily one more flight will operate to Kolkata, Cox’s Bazar and Sylhet route from 28th October 2018. NOVOAIR will also operate daily flight to Barishal from the same day.

Currently NOVOAIR operates daily one flight to Kolkata, Four flights to Cox’s bazar, one flight to Sylhet and Four flights in a week to Barishal.

Apart from this routes, Currently NOVOAIR also operates daily flights from Dhaka to Chattogram, Saidpur, Jashore and Rajshahi routes.

One Way starting fare to Chattogram is BDT 2500, while to Cox’s Bazar BDT 3900, Jashore BDT 2700, Saidpur BDT 2700, Sylhet BDT 2700, Rajshahi BDT 2700, Barishal BDT 2700 and Kolkata return fare starts from BDT 9999 (including all taxes) only.

Besides that, NOVOAIR has attractive holiday packages for Kolkata and Cox’s Bazar.

 For details please call 13603 or visit www.flynovoair.com

আসাদগেট-এ নভোএয়ার এর নিজস্ব বিক্রয় কেন্দ্র

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ৬ অক্টোবর ২০১৮

ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকার সম্মানিত যাত্রী এবং ব্যবসায়িক সহযোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে নিজস্ব বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

শনিবার রাজধানীর আসাদগেট-এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন নভোএয়ার এর বিক্রয় ও বিপনন প্রধান জনাব মেজবাউল ইসলাম। এ সময় নভোএয়ার এর জ্যেষ্ঠ বিক্রয় ও বিপনন ব্যবস্থাপক জনাব একেএম মাহফুজুল আলম, অর্থ ব্যবস্থাপক গোলাম সারোয়ার ও অন্যান্য কর্মকর্তাসহ শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সীর মালিক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকার সম্মানিত যাত্রীরা ট্রাভেল এজেন্সীর পাশাপাশি নভোএয়ার এর বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সী ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও উক্ত বিক্রয় কেন্দ্র থেকে সেবা প্রদান করা হবে।

যোগাযোগের ঠিকানা: নিউ কলোনী মসজিদ মার্কেট (২য় তলা), আসাদ গেট, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
ফোন নম্বর: ০১৭৫৫৬৫৬৬৪৩ অথবা ১৩৬০৩.

বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৪টি, কক্সবাজারে ৪টি, যশোরে ৪টি এবং সিলেটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া রাজশাহী রুটে সপ্তাহে ১০টি এবং বরিশালে সপ্তাহে ৪টি করে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটের কলকাতায় প্রতিদিন ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার এর যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন  flynovoair.com