কলকাতায় নভোএয়ারের ফ্লাইট চালু ডিসেম্বরে

পহেলা ডিসেম্বর থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার ঘোষনা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে হেড অব মার্কেটিং এন্ড সেলস সোহেল মজিদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন বছর অভ্যন্তরীণ রুটে সাফল্যের সাথে ফ্লাইট পরিচালনা করে গত ডিসেম্বর থেকে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের ইয়াঙ্গুন রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার।
ঢাকা-কলকাতা-ঢাকা রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনিম্ন ৯,৯৯৯ টাকা (সকল ট্যাক্সসহ) নির্ধারন করা হয়েছে। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিকাল ২ টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বিকাল ৩টায় পৌছবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় ছেড়ে ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌছবে।
এছাড়া ১৪ ডিসেম্বর হতে চট্টগ্রাম থেকেও কলকাতায় সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
ইত্তেফাক/এমএআর