নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
রংপুর, ১২ ফেব্রুয়ারী ২০১৮
রংপুর ও এর আশপাশের এলাকার সম্মানিত যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে রংপুর-এ নিজস্ব বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
সোমবার ১২ই ফেব্রুয়ারী ২০১৮, রংপুর বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন নভোএয়ার এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ফিরোজ আলম। এ সময় নভোএয়ার এর পরিচালক জনাব হাসিবুর রশিদ ও অন্যান্য কর্মকর্তাসহ শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সীর মালিক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর এর সম্মানিত যাত্রীরা ট্রাভেল এজেন্সীর পাশাপাশি নভোএয়ার এর বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সী ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও উক্ত বিক্রয় কেন্দ্র থেকে সেবা প্রদান করা হবে।
যোগাযোগের ঠিকানা: ৪৭, ধাপ ক্যান্টনমেন্ট রোড, রংপুর।
ফোন নম্বর: ০১৭৫৫৬৫৬৬৪৭ অথবা ১৩৬০৩, +৮৮-০৯৬৩৮০-১৩৬০৩, এক্সটেনশন: ৫১৬৩-৬৪.
নভোএয়ার বর্তমানে সৈয়দপুর রুটে প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে এবং গ্রীষ্মকালীন শিডিউলে সৈয়দপুর রুটে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সিলেট এবং আন্তর্জাতিক রুটে কলকাতা প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।
নভোএয়ার এর যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com