দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে ৬৮টি আসনের একটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ যুক্ত হয়েছে।
নতুনটিসহ নভোএয়ারের বহরে এখন উড়োজাহাজের সংখ্যা পাঁচ বলে এক প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মস্কো থেকে উড়ে আসা উড়োজাহাজটি রোববার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত ডিসেম্বরে এটিআর ৭২-৫০০ মডেলের একটি উড়োজাহাজ নভোএয়ারে যুক্ত হয়েছে।
এ বছরের মার্চে একই মডেলের আরেকটি উড়োজাহাজ আসার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে নভোএয়ার অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট ও আন্তর্জাতিক রুটে ইয়াঙ্গুনে যাত্রী পরিবহন করছে।
News Link: http://bangla.bdnews24.com/business/article1119396.bdnews