৬৮ আসনের অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে নভোএয়ারে। এ নিয়ে নভোএয়ারের বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা পাঁচে উন্নীত হলো। উড়োজাহাজটি গতকাল রবিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নভোএয়ারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ডিসেম্বরে এটিআর ৭২-৫০০ মডেলের একটি উড়োজাহাজ নভোএয়ারের বিমানবহরে যুক্ত হয়েছে। মার্চ ২০১৬ সালের মধ্যে আরো একটি নতুন এটিআর ৭২-৫০০ মডেলের বিমান এই বেসরকারি বিমান সংস্থার বহরে যুক্ত হবে। বহরে বিমানের সংখ্যা দাঁড়াবে ছয়টিতে। এসব নতুন উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের বিভিন্ন গন্তব্যে যাত্রীসেবায় ব্যবহার হবে। বর্তমানে নভোএয়ার ঊসনত্ধবৎ উড়োজাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট ও আন্তর্জাতিক রুটে ইয়াঙ্গুনে যাত্রী পরিবহন করছে। এ ছাড়া নভোএয়ার সেবা দিয়ে ৯৭.৭ শতাংশ যাত্রীর সন্তুষ্টি করে আসছে।
News Link: http://www.kalerkantho.com/home/printnews/335617