নভোএয়ার সংবাদ বজ্ঞিপ্তি
ঢাকা, ১১ জুলাই ২০১৭
র্সবনম্নি ১,৯৯৯ টাকায় মাসকি কস্তিতিে , হোটলে ভাড়াসহ কক্সবাজার ভ্রমণরে আর্কষনীয় ভ্রমণ প্যাকজে ঘোষনা করছেে দশেরে অন্যতম বসেরকারি বমিান সংস্থা নভোএয়ার। ভ্রমণ পপিাসুদরে এই সুবধিা দতিে দশেরে ১৫ টি র্শীষ ব্যাংক এবং কক্সবাজাররে ৮টি অভজিাত হোটলেরে সাথে চুক্তি করছেে প্রতষ্ঠিানটি ।
চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানতি ক্রডেটি র্কাড গ্রাহকরা বনিা সুদে ৬ মাসরে সহজ কস্তিি পরশিোধরে মাধ্যমে নভোএয়ার এর এই প্যাকজেে ভ্রমণ করতে পারবনে। এ অফারটি ৯ জুলাই থকেে ৩০ সপ্টেম্বের ২০১৭ র্পযন্ত চলবে ।
সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ, হোটেল দি কক্স টুডে, উইন্ডি ট্যারেস, বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, রয়েল টিউলিপ হোটেল এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট।
প্যাকেজের আওতায় থাকা হোটেলগুলো হলো- সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ, হোটেল দি কক্স টুডে, উইন্ডি ট্যারেস, বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, রয়েল টিউলিপ হোটেল এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, দি সিটি ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেডের কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এ প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
ঢাকা থেকে কক্সবাজার রুটে প্রতিদিন দু’টি ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।
বস্তিারতি তথ্যরে জন্য কল করুন : ১৩৬০৩ ভজিটি করুন www.flynovoair.com
News Links :
http://www.kalerkantho.com/print-edition/industry-business/2017/07/12/518048
http://www.banglanews24.com/tourism/news/bd/586884.details