নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ১২ আগষ্ট ২০১৮
পহেলা সেপ্টেম্বর থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
সপ্তাহে চার দিন সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনার ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বরিশাল রুটের সর্বনি¤œ ভাড়া (একমুখী) ২,৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৩টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকাল ৪টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি, সৈয়দপুর রুটে ৪টি, কক্সবাজার রুটে ৪টি, যশোর রুটে ৩টি, রাজশাহী রুটে ১টি, সিলেট রুটে ১টি এবং কলকাতা রুটে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com