বন্যার্তদের জন্য নভোএয়ার এর সহায়তা

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২৩ আগষ্ট ২০১৭

বন্যা কবলিত কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় জরুরী ঔষধ বিতরন করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

মঙ্গলবার কুড়িগ্রাম ও নীলফামারী জেলার বন্যার্তদের জন্য পৃথক পৃথক ভাবে দুই জেলার সিভিল সার্জনদের কাছে ঔষধ হস্তান্তর করেন নভোএয়ার এর সিনিয়র ম্যানেজার, মার্কেটিং ও সেলস জনাব এ কে এম মাহফুজুল আলম এবং ম্যানেজার, এয়ারপোর্ট অপারেশন ও কাস্টমার সার্ভিস এ আর এম সাদাত। এ সময় উক্ত এলাকাগুলোর গণ্যমান্য ব্যক্তি, সিভিল সার্জন অফিস ও নভোএয়ার এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্যা দূর্গত এলাকায় প্রাথমিক চিকিৎসার অংশ হিসাবে খাবার স্যালাইন, সর্দি-জ্বরসহ বিভিন্ন পানিবাহিত রোগের অত্যাবশকীয় ঔষধ প্রদান করা হয়েছে।
শুধু যাত্রী পরিবহনই নয়, নভোএয়ার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার এর তথ্যের জন্য কল করুন ১৩৬০৩ অথবা ভিজিট করুন  ww.flynovoair.com