ঢাকা-রাজশাহী ফ্লাইট চালু নভোএয়ারের – বিডিনিউজ

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ঢাকা-রাজশাহী ফ্লাইট চালু করেছে।

শুক্রবার দুপুরে ৬৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে প্রথম ফ্লাইট রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর পৌঁছে।

পরে সেখান থেকে আবার ৬৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ফ্লাইট চালু উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেক কেটে রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট চালুর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, শাহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার সেতাফুর রহমান প্রমুখ।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, সপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্রবার নভোএয়ারের এটিআর ৭২-৫০০ মডেলের বিমানটি ঢাহা-রাজশাহী রুটে চলাচল করবে।

রাজশাহী-ঢাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০০ টাকা। তবে বিমান চালুর প্রথম এক মাস একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি দেওয়া হবে বলে জানান তিনি।

News Link: http://bangla.bdnews24.com/samagrabangladesh/article1129575.bdnews