নভোএয়ারে যুক্ত হলো ৬৮ আসনের তিনটি এটিআর উড়োজাহাজ – বাংলাদেশ প্রতিদিন

দেশের প্রিমিয়াম ও সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে যুক্ত হয়েছে ৬৮ আসনবিশিষ্ট তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স রুমে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। একই সঙ্গে নভোএয়ারের সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভোএয়ারের বহরে উড়োজাহাজ সংখ্যা ৬-এ উন্নীত হয়েছে। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য নিযুক্তিপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ৬৮টি আসনবিশিষ্ট এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এ ছাড়া ১ এপ্রিল থেকে রাজশাহী রুটে সোম, বুধ ও শুক্রবারে প্রতিদিন একটি ফ্লাইট ও ২ এপ্রিল থেকে বরিশাল রুটে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর ফলে অভ্যন্তরীণ রুটের সাতটি গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

News Link: http://www.bd-pratidin.com/news/2016/03/23/134318