রংপুর-এ নভোএয়ার এর নিজস্ব বিক্রয় কেন্দ্র
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
রংপুর, ১২ ফেব্রুয়ারী ২০১৮
রংপুর ও এর আশপাশের এলাকার সম্মানিত যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে রংপুর-এ নিজস্ব বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
সোমবার ১২ই ফেব্রুয়ারী ২০১৮, রংপুর বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন নভোএয়ার এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ফিরোজ আলম। এ সময় নভোএয়ার এর পরিচালক জনাব হাসিবুর রশিদ ও অন্যান্য কর্মকর্তাসহ শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সীর মালিক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর এর সম্মানিত যাত্রীরা ট্রাভেল এজেন্সীর পাশাপাশি নভোএয়ার এর বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সী ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও উক্ত বিক্রয় কেন্দ্র থেকে সেবা প্রদান করা হবে।
যোগাযোগের ঠিকানা: ৪৭, ধাপ ক্যান্টনমেন্ট রোড, রংপুর।
ফোন নম্বর: ০১৭৫৫৬৫৬৬৪৭ অথবা ১৩৬০৩, +৮৮-০৯৬৩৮০-১৩৬০৩, এক্সটেনশন: ৫১৬৩-৬৪.
নভোএয়ার বর্তমানে সৈয়দপুর রুটে প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে এবং গ্রীষ্মকালীন শিডিউলে সৈয়দপুর রুটে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সিলেট এবং আন্তর্জাতিক রুটে কলকাতা প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।
নভোএয়ার এর যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com
NOVOAIR sales office in Rangpur
NOVOAIR Press Release
Rangpur, February 12, 2018
NOVOAIR, one of the country’s leading private airline, have opened its own sales office in Rangpur to ensure the better services of the valued passengers of Rangpur and surrounding areas.
The sales office of Rangpur was inaugurated by Deputy Managing Director of NOVOAIR, Mr. Feroz Alam on Monday, 12 February 2018. Mr. Hasibur Rashid, Director and other officials of NOVOAIR, as well as owners and officials of leading travel agencies were present in the inaugural ceremony.
Valued passengers from Rangpur and its surrounding can get service directly from NOVOAIR sales office. Besides, services will be provided to travel agencies and commercial firms from this office.
Contact address: 47, Dhap Cantonment Road, Rangpur.
Phone number: 01755656647 or 13603, + 88-096380-13603, Extension: 5163-64.
NOVOAIR currently operates daily three flights to Saidpur route and will operate daily four flights from summer schedule. NOVOAIR also operates daily flights to Chittagong, Cox’s Bazar, Jessore, Sylhet and Kolkata.
For details about NOVOAIR Please Call 13603 or visit www.flynovoair.com
নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০১৮ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ৪ ফেব্রুয়ারী ২০১৮
শনিবার ৩ ফেব্রুয়ারী ২০১৮, সাভার গলফ ক্লাবে নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও ৯ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং-মেজর জেনারেল মোঃ আকবর হোসেন, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি,জি+ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায় সাভার গলফ ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।
তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে ছয়টি বিভাগে দেশি-বিদেশী প্রায় তিনশ গলফার অংশ নেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন জনাব রইস উদ্দিন সিদ্দিকী। এছাড়া জুনিয়র উইনার হিসেবে জনাব ইনকিয়াদ বিন আরমান, লেডিস উইনার হিসেবে জনাবা নিলা আজিজ, সিনিয়র উইনার হিসেবে লেঃ কর্ণেল একেএম গোলাম মোস্তবা, সুপার সিনিয়র উইনার হিসেবে কর্ণেল আমিনুল ইসলাম (অবঃ) এবং ভেটেরান উইনার হিসেবে জনাব তানভীর মাদার পুরস্কার গ্রহন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাভার গলফ ক্লাবসহ অন্যান্য গলফ ক্লাব ও নভোএয়ার এর উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই দেশের ক্রীড়ান্নোয়নে গলফ ছাড়াও ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহ অন্যান্য খেলাধূলার উন্নয়নে কাজ করে আসছে। সূচনা লগ্ন থেকেই নভোএয়ার বিভিন্ন গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে।
নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com
Prize giving ceremony of NOVOAIR Cup golf tournament-2018
NOVOAIR Press Release
Dhaka, 4th February 2018
The prize giving ceremony of “NOVOAIR Cup Golf Tournament-2018” was held at SAVAR golf club on the concluding day of 3rd February 2018. President of SAVAR golf club and General Officer Commanding of 9 Infantry Division Major General Md Akbar Hossain, SUP, afwc, psc, G+ was the chief guest and Mr. Mofizur Rahman, Managing Director of NOVOAIR was the special guest to attend the program. Prizes were distributed among the winners by the chief guest and special guest. NOVOAIR sponsored three day tournament was organized by SAVAR golf club from 1st February 2018.
About 300 local and foreign golfers have participated in this three day tournament in 6 different category.
Mr. Rois Uddin Siddique has been the champion of the tournament. Besides, Mr. Inkiad bin Arman as junior winner, Mrs. Nila Aziz as Lady’s Winner, Lt. Col. AKM Golam Mostaba as Senior Winner, Colonel Aminul Islam (Retd.) as Super Senior Winner and Mr. Tanveer Madar as Veteran was to receive trophies.
Senior officials of different Golf Clubs including Savar Golf Club and high officials of NOVOAIR & other prominent personalities were present on the occasion.
NOVOAIR has been patronizing Cricket, Football, Volleyball, Hockey etc games as part of their social responsibilities. NOVOAIR had been the patron of different golf tournaments earlier also.
For NOVOAIR Details please call 13603 or visit www.flynovoair.com
নভোএয়ার এর বহরে যুক্ত হলো ৫ম এটিআর
নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ২৯ জানুয়ারী ২০১৮
দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার এর বহরে ৬৮টি আসন বিশিষ্ট অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে নভোএয়ার এর বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা পাঁচ- এ উন্নীত হলো।
উড়োজাহাজটি সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নভোএয়ার এর চেয়ারম্যান জনাব ফয়জুর রহমান এমপি, ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান. উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ফিরোজ আলমসহ পরিচালকবৃন্দ ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে নভোএয়ার। এছাড়াও আঞ্চলিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি, কক্সবাজার ৩টি, যশোর ৩টি, সিলেট ১টি, সৈয়দপুর ৩টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
২০১৩ সালের জানুয়ারীতে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে। সঠিক সময়ে উড্ডয়ন ও সর্বোত্তম যাত্রী সেবা প্রদানের মাধ্যমে যাত্রীদের প্রথম পছন্দের এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে নভোএয়ার।
নভোএয়ার এর তথ্য জানতে কল করুন ১৩৬০৩ বা ভিজিট করুন flynovoair.com
News Links:
Daily Star:
http://bit.ly/2DQdHhU
Ittefaq:
http://bit.ly/2FxVe69
Banglanews24:
http://bit.ly/2nsRDik
BDnews24:
http://bit.ly/2nl1JT9
Bonikbarta:
http://bit.ly/2DNdMPo
BSS:
http://bit.ly/2FsOLJF
Dhaka tribune:
http://bit.ly/2DZXwxx
Samakal:
http://bit.ly/2DNhzMh
KalerKantho:
http://bit.ly/2ErKUxg
Janakantha:
http://bit.ly/2nrrFeW
Daily Sun:
http://bit.ly/2rSWTkL
Independent:
http://bit.ly/2DQdN9g
Manabzamin:
http://bit.ly/2DOKcgb
New Nation:
http://bit.ly/2Gu6921