নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ১৩ এপ্রিল ২০১৭
বাংলা নতুন বছর উপলক্ষে স্মাইলস গ্রাহকদের জন্য অভ্যন্তরীন সব রুটের টিকেটের মূল্যে ১২% ছাড় দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
এ অফারটি উপভোগ করতে স্মাইলস গ্রাহকদের ১ লা বৈশাখ থেকে ৩১ শে বৈশাখ ১৪২৪ বাংলা (১৪ই এপ্রিল থেকে ১৩ই মে) এর মধ্যে টিকেট ক্রয় করতে হবে।
নভোএয়ার এর সম্মানিত যাত্রীদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশে সর্বপ্রথম “স্মাইলস” ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম চালু করেছে। বিশেষ সুবিধা পেতে সম্মানিত যাত্রীদের নির্দিষ্ট ফরম পুরণের মাধ্যমে এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে হয়।
বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও আন্তর্জাতিক রুটে কলকাতায় প্রতিদিন এক বা একাধিক ফ্লাইট পরিচালনা করছে।
এদিকে নববর্ষ উপলক্ষে নভোএয়ার এর বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে দেশের ট্রাভেল এজেন্সীদের উপহার ও মিষ্টি বিতরন, সম্মানিত যাত্রীদের মিষ্টি বিতরন ও নভোএয়ার এবং ট্রাভেল এজেন্সীদের অফিস সাজসজ্বা ইত্যাদি।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com