কাগজ অনলাইন ডেস্ক: আসছে পহেলা ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে চলতে শুরু করবে নভোএয়ার। এরপর ১৪ ডিসেম্বর থেকে সরাসরি ফ্লাইট চলবে চট্টগ্রাম-কলকাতা রুটেও।
রোববার বেলা ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান বেসরকারি উড়োজাহাজ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
তিনি বলেন, নভোএয়ারের ফ্লাইট সপ্তাহের প্রতিদিনই বাংলাদেশ থেকে কলকাতায় যাবে। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট শুরু হচ্ছে। প্রমোশনাল রিটার্ন ভাড়া হিসাবে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা।
প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার ঢাকা থেকে কলকাতা যাবে এবং কলকাতা থেকে ঢাকায় ফিরে আসবে নভোএয়ারের ফ্লাইট। দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ৩টায়।
অন্যদিকে স্থানীয় সময় বিকেল ৪টায় কলকাতা থেকে ছেড়ে ৫টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সপ্তাহের চার দিন ঢাকা-কলকাতা রুটে চলবে এই ফ্লাইট। বাকি তিন দিন কেউ কলকাতা যেতে চাইলে চট্টগ্রাম থেকে যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়া সর্বনিম্ন ১১ হাজার ৫৫৫ টাকা।
উল্লেখ্য, এর আগে দেশের অন্যতম বেসরকারি আরেক এয়ারলাইন্স ইউএস-বাংলা একই তারিখ থেকে কলকাতা রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেয়।
News Link: http://bit.ly/2fOCqTb