বিমান খাতকে এগিয়ে নিতে উদ্যোগী হতে হবে

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেছেন, বিমান খাতকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁও-এ নভোএয়ারের এক প্রেস ব্রিফিং- এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী ১ ডিসেম্বর ঢাকা-কলকাতা রুটে নভোএয়ারের বিমান চলাচল শুরু উপলক্ষ্যে এই ব্রিফিং-এর আয়োজন করা হয়।

মফিজুর রহমান বলেন, ‘দুবাই বা কাতারের মতো করে যদি আমাদের দেশে হাব তৈরি করা যায় তাহলে আমাদের বিমান খাত আরো এগিয়ে যাবে। বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশে অবতরণ করবে। তবে এখানে সমস্য হলো বিশ্ব বাজারের তুলনায় জ্বালানির দাম বেশি।’

তিনি বলেন, ‘জ্বালানির দাম কমানো ও আনুসাঙ্গিক ব্যয় কমানোর মাধ্যমে বিমান খাতকে বিশ্বের অন্যান্য দেশের মতো উন্নত করা যাবে। তবে এ জন্য সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।’

সংবাদ সম্মেলনে ঢাকা-কলকাতা রুটে বিমান চলাচলের ঘোষণা দেন মফিজুর রহমান। তিনি বলেন, ‘অন্যান্য বিমানের মতো আগামী ১ ডিসেম্বর থেকে নভোএয়ারও এখন কলকাতায় ফ্লাইট পরিচালনা করবে।

ঢাকা-কলকাতা-ঢাকা রুটে সকল ট্যাক্সসহ প্রমোশনাল ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা। এই রুটে সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।’

তিনি আরো বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রাম থেকেও সরাসরি কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে। এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।’

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে অন্তর্জাতিক গন্তব্যে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার। ঢাকা থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনে এ ফ্লাইট পরিচালনা করা হয়। এখন ঢাকা থেকে কলকাতা ফ্লাইট হবে এই প্রতিষ্ঠানের দ্বিতীয় আন্তর্জাতিক গন্তব্য।

রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৬/আহমদ নূর/শাহনেওয়াজ

 

News Link: http://bit.ly/2g5q0vk