নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি,
ঢাকা, ১৯ এপ্রিল ২০১৭
‘বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম মেলা-২০১৭’ উপলক্ষে জনপ্রতি সর্বনি¤œ ৪,০০০ টাকায় কক্সবাজার ভ্রমণের বিশেষ অফার ঘোষনা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই অফারটি একসাথে চার জন ভ্রমণ এর জন্য প্রযোজ্য এবং ১৫ই জুন ২০১৭ পর্যন্ত বহাল থাকবে।
আগামী ২০ এপ্রিল বৃৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলা শুরু হচ্ছে।
মেলায় স্মাইলস গ্রাহকদের জন্য অভ্যন্তরীন সব রুটের টিকেটের মূল্যে ১২% ছাড়, মাত্র ২,৭৭৭ টাকার মাসিক কিস্তিতে ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কলকাতায় ভ্রমণ ও সর্বনি¤œ ১,৯৯৯ টাকায় কক্সবাজার ভ্রমণে নভোএয়ার এর আকর্ষনীয় প্যাকেজ রয়েছে। ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৫টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কলকাতার পাঁচ তারকা মানের হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল ও কক্সবাজারের ৭টি অভিজাত হোটেলের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ার এর এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
কলকাতায় যাওয়া-আসার জন্য নভোএয়ার এর টিকেট, পাঁচ তারকা মানের হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে ২ রাত ৩ দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা রয়েছে এই প্যাকেজের আওতায়। একইভাবে সর্বনি¤œ ১,৯৯৯ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজারে যাওয়া-আসার জন্য নভোএয়ার এর টিকেট, পছন্দনুযায়ী হোটেলে ২ রাত ৩ দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা রয়েছে কক্সবাজারের জন্য প্যাকেজে সুবিধা পাবেন ভ্রমণকারীরা।
‘বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম মেলা-২০১৭’ বৃহস্পতিবার থেকে ৩ দিন, সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন কল করুন ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com
News links:
http://bit.ly/2pVd5Ma
http://www.ittefaq.com.bd/trade/2017/04/20/111411.html